সোনু নিগম
জন্ম: ৩০শে জুলাই, ১৯৭৩
তিনি হলেন একজন ভারতীয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী যিনি সাধারণত হিন্দি এবং কন্নড় ভাষায় গান করে থাকেন। এছাড়াও তিনি অসংখ্য উড়িয়া, তামিল, অসমীয়া, পাঞ্জাবী, বাংলা, মালায়ালাম, মারাঠি, তেলুগু এবং নেপালী ছবিতে গান গেয়েছেন। তিনি তার মুক্তিপ্রাপ্ত ভারতীয় পপ অ্যালবাম সহ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তিনি তার নামের শেষের অক্ষর নিগম থেকে নিগামে পরিবর্তন করেছিলেন কিন্তু পরবর্তীতে আবার তার প্রকৃত নামে ফিরে আসেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
মন্দাকিনী
জন্মঃ ১৯৬৩ এর ৩০ জুলাই
তিনি উত্তর প্রদেশের মিরুতে এক অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে জন্ম নেন ইয়াসমিন জোসেফ। পিতা জোসেফ অ্যাংলো ইন্ডিয়ান, মা ছিলেন মুসলিম। বেড়ে ওঠেন দক্ষিণ মুম্বাইয়ের অ্যান্টপ হিলে। মাত্র ষোল বছর বয়সে বলিউডে পদার্পণ করেন তিনি। দর্শকদের মন কেড়ে নেন ইয়াসমিন জোসেফ, রূপালি জগতে সবাই যাকে চেনে ‘মন্দাকিনী’ নামে। তিনি বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
সোনু সুদ
জন্মঃ ৩০ জুলাই, ১৯৭৩
তিনি একজন ভারতীয় অভিনেতা, মডেল এবং প্রযোজক। তিনি হিন্দী, তেলেগু এবং তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি অল্প কিছু কন্নড় ও পাঞ্জাবী ছবিতেও অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
মিমো চক্রবর্তী
জন্মঃ ৩০ জুলাই, ১৯৮৪
তিনি বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর পুত্র। তিনি একজন অভিনেতা, মডেল ও ডান্সার। বলিউড ও টলিউডে তিনি কাজ করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
উষসী সেনগুপ্ত
জন্মঃ ৩০ জুলাই, ১৯৮৮
তিনি একজন মডেল, যিনি ২০১০ সালে ভারতের হয়ে মিস ইউনিভার্সে প্রতিনিধিত্ব করেন। তিনি একজন জনপ্রিয় মডেল হিসাবে নিজেকে তুলে ধরেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment