রোজদিন ডেস্ক : ভোটমুখি তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুকথা বলার অভিযোগ উঠল AIDMK-র প্রাক্তন মন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ সি ভি সন্মুগমের বিরুদ্ধে।
দক্ষিণের এই রাজ্যে বরাবরই মহিলা-সহ সব অধিবাসীদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হয়।
এআইডিএমকে-র এক বুথ বৈঠকে প্রাক্তন মন্ত্রী সন্মুগম মন্তব্য করেন, মুখ্যমন্ত্রী স্ট্যালিন নির্বাচনের সময় নানা সুবিধার ঘোষণা করেন। বিনামূল্যে মিক্সার, গ্রাইন্ডার, গরু, ছাগল ইত্যাদি, এমনকি প্রতিটি মানুষকে বিনামূল্যে বৌও দিতে পারেন! প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধিকে কটাক্ষ করে তাঁর সংযোজন, ওঁর পুত্র স্ট্যালিন এমন প্রতিশ্রুতিও দিতেই পারেন!!
প্রাক্তন মন্ত্রীর এই বিতর্কিত মন্তব্য নিয়ে তামিলনাড়ুতে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।
ডিএমকে-র মন্ত্রী থিরুমিগু গীতা জীবন দলের সমাজ মাধ্যমে এই কথা জানিয়ে বলেন, সন্মুগম মহিলাদের অবমাননা করেছেন। মহিলাদের সম্পর্কে এআইডিএমকে-র বিকৃত মানসিকতা, বিদ্বেষই এতে প্রকাশ পেয়েছে।
রাজ্যের ডিএমকে সরকার মহিলাদের ক্ষমতায়নে যে সব প্রকল্প নিয়েছে, তার উল্লেখ করেন তিনি। সন্মুগমকে তীব্র আক্রমণ করে গীতা জীবন বলেন, জয়ললিতা বেঁচে থাকলে তিনি এই ধরনের মন্তব্য করতে পারতেন কি? এমন কি এআইডিএ কে নেতা পালানিস্বামীও এই কথা বলার জন্য তাঁকে তিরস্কারও করেন নি।
প্রসঙ্গত, তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা মহিলা-সহ অধিবাসীদের নানা রকম সুযোগ সুবিধা দিতেন। এমনকি মহিলাদের সোনার গয়না ইত্যাদিও দিতেন তিনি।
তাঁরই দলের প্রাক্তন মন্ত্রীর মহিলাদের নিয়ে এমন অবমাননাকর মন্তব্য বিস্মিত করেছে গীতা জীবনকে।
এর আগে বর্তমান সরকারের মহিলাদের জন্য চালু করা বাসকে লিপস্টিকের বাস বলে কটাক্ষ করেছেন এআইডিমকে নেতা পালানিস্বামী।
ক্ষমতাসীন ডিএমকে-র দাবি, এই আমলে মহিলাদের জন্য অনেক প্রগতিশীল প্রকল্প নেওয়ায় তাঁদের আর্থিক স্বাধীনতা ও অনেক বৃদ্ধি পেয়েছে।
আগামী বছর তামিলনাড়ু বিধান সভারও নির্বাচন। প্রাক্তন শাসক দলের নেতার এমন মন্তব্যে অস্বস্তি তাদেরও।

Be the first to comment