রোজদিন ডেস্ক : সিপিএমের মেদিনীপুরের বিশিষ্ট নেতা দীপক সরকারের জীবনাবসান হয়েছে। গতকাল গভীর রাতে বার্ধক্যজনিত অসুস্থতায় নিজের বাসভবনে তাঁর মৃত্যু হয়। বয়েস হয়েছিল ৮৫। অবিভক্ত মেদিনীপুরের জেলা সম্পাদক ছিলেন তিনি। পরবর্তী কালেও দলের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্যসহ বহু দায়িত্ব সামলেছেন। দীর্ঘদিন পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক ছিলেন। প্রথম জীবনে শিক্ষক, পরে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। তাঁর প্রয়াণে মেদিনীপুর-সহ রাজ্যের বামপন্থী মহলে গভীর শোকের ছায়া নেমেছে। তিনি দেহদান করে গেছেন।
আজ মেদিনীপুর জেলা সিপিএম কার্যালয়ে তাঁর মরদেহে মাল্যদান করে সম্মান জানান রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম , সূর্যকান্ত মিশ্র, সুশান্ত ঘোষ প্রমুখ নেতা। দীপক সরকারের প্রয়াণে মহম্মদ সেলিম শ্রদ্ধা জানিয়ে বলেন, অপূরণীয় ক্ষতি হোল।
সুদক্ষ রাজনীতি বিদ, দীর্ঘদিনের সঙ্গীর প্রয়াণে শোকস্তব্ধ সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্য নেতা, কর্মী, সমর্থকেরা। মেদিনীপুর মেডিকেল কলেজ, মেদিনীপুর ক্রীড়া একাডেমি গঠন-সহ জেলার একাধিক উন্নয়নমুলক প্রকল্পের তিনি কারিগর ছিলেন।
বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে বাম রাজনীতিতে এক উজ্জ্বল যুগের সমাপ্তি হোল বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment