রোজদিন ডেস্ক : বন্যা বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। এই হামলার ঘটনায় পুলিশের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। পরবর্তী শুনানিতে পুলিশকে এই মামলার কেস ডাইরি পেশ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি শম্পা দত্ত পাল। আগামী ২৭ অক্টোবর জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলার শুনানি হবে তখন এই তদন্ত রিপোর্ট পেশ করতে হবে। এই ঘটনায় সিবিআই ও এনাইএ তদন্তের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। এদিন হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, একই দাবি জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই মামলা ডিভিশন বেঞ্চেও শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। যদিও মামলাকারীর দাবি, তাঁরা আলাদা। এখানে এনাইএ ও সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছিল। বিচারপতি জানান এই মুহুর্তে তদন্ত হস্তান্তর করা সম্ভব নয়। তবে আদালত পুলিশকে কেস ডাইরি ও তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ দিচ্ছে। ২৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।

Be the first to comment