রোজদিন ডেস্ক, কলকাতা:- বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের চার স্নাতক শিক্ষার্থী, ঋতব্রত ঘোষ, সুস্মিত রায় , সিমর নারুলা এবং অভিক দাসেদের দল, ফিজিক্স লীগ অ্যাক্রস নেম্যুরস কান্ট্রিজ ফর কিক-অ্যাস স্টুডেন্টস (PLANCKS) ২০২৫-এর ১২তম সংস্করণে ষষ্ঠ স্থান অধিকার করেছে। এটি কোনও ভারতীয় দলের দ্বারা অর্জিত সর্বোচ্চ র্যাঙ্কিং।
গত মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত ৪ ঘন্টার ক্লোজ-বুক পরীক্ষাটি স্নাতকদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং তাত্ত্বিক পদার্থবিদ্যা প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। রয়্যাল স্প্যানিশ সোসাইটি অফ ফিজিক্স এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফিজিক্স স্টুডেন্টস (IAPS) দ্বারা আয়োজিত, PLANCKS 2025 অংশগ্রহণকারীদের সমস্যা সমাধানের দক্ষতা, সৃজনশীলতা এবং পদার্থবিদ্যার বিভিন্ন ক্ষেত্রে গভীরতা পরীক্ষা করে। এই চারজনের দলে তিনজনই বাঙালি। এর আগে এই প্রতিযোগিতায় ভারতের এত ভালো ফল হয়নি। বিশ্বমঞ্চে গর্বিত বাংলা, বিপুল সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিশ্বমঞ্চে মেধার কঠোর আন্তর্জাতিক পরীক্ষায় শীর্ষ স্তরের স্বীকৃতি ছিনিয়ে আনার জন্য অভিনন্দন জানাই জয়ী চার তরুণ ভারতীয়-বাঙালিকে। আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যার এই কঠিন আন্তঃ-দেশ প্রতিযোগিতায় (PLANCKS 2025) সফল এই চার তরুণের দলে তিনজনই বাঙালি এবং বাংলার সরকার তাতে বিশেষভাবে আনন্দিত। চারজনকেই আমি এই অভূতপূর্ব বিশ্বস্তরের সাফল্য প্রাপ্তিতে অভিনন্দন জানাই। এদিন বাঙালি পড়ুয়াদের কৃতিত্বে গর্বিত মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘ঘোষ-রায়-দাসেরা আমাদেরই ছেলে। অভীক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে শীর্ষস্তরের সাফল্য পেয়েছিল। চাকদহর ঋতব্রত ও সুস্মিতও ধারাবাহিক সাফল্য পেয়েছে। এখন কঠিন আন্তর্জাতিক মেধা প্রতিযোগিতায় এই বিপুল সাফল্য পেয়ে তারা আমাদের আরও গর্বিত করল।’
প্রতিযোগীদের অভিভাবক এবং শিক্ষকদেরও অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘স্নেহশীল পিতামাতা ও অভিভাবকদের প্রতি এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রতিও আমার আন্তরিক অভিনন্দন রইল। আমাদের ছেলেমেয়েরা আরও আরও আন্তর্জাতিক সাফল্যের মুকুট ছিনিয়ে আনুক – এই কামনা করব।’
প্রসঙ্গত, জিজ্ঞাসা করা প্রশ্নগুলির মধ্যে একটি ছিল মহাবিশ্বের জন্মের সময় সম্পর্কে। এছাড়াও, ক্ষেত্র সমীকরণ, পদার্থের ঘনত্ব, অন্ধকার পদার্থ (তথ্য), মহাজাগতিক ধ্রুবক (ইত্যাদি) নিয়েও অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল।
গত বছরও, আইআইএসসি-র শিক্ষার্থীদের একটি দল PLANCKS-এ গিয়েছিল এবং সপ্তম স্থান অর্জন করেছিল। এবছরের ভারতীয় ৪ সদস্যের দলটি তাদের সিনিয়রদের দ্বারা অনুপ্রাণিত হয়ে জাতীয় প্রিলিমিনারিতে বসার সিদ্ধান্ত নিয়েছিল। দলটির প্রতিযোগিতার ঠিক পরে ৫ মে প্রথম তিনটি পুরস্কার ঘোষণা করা হয়েছিল এবং বাকি পুরস্কার ৬ মে ঘোষণা করা হয়েছিল।

Be the first to comment