প্রকৃতির তাণ্ডবে জম্মু – কাশ্মীরের কিস্তওয়ার যেন মৃত্যুপুরী

Spread the love

রোজদিন ডেস্ক : প্রকৃতির তাণ্ডবে জম্মু – কাশ্মীরের কিস্তওয়ার যেন মৃত্যুপুরী।  কিছুদিন আগেই উত্তরকাশীর ধারালীতে প্রকৃতির রুদ্ররূপ দেখেছিল মানুষ। সেখানেও মেঘ ভাঙা বৃষ্টি , হড়পা বানে মাটিতে মিশেছিল বিরাট জনপদ। এবার জম্মু ও কাশ্মীর কিস্তওয়ারে মেঘভাঙা বৃষ্টির জেরে, হড়পা বানে তাসের ঘরের মতো ভেঙে পড়ল একের পর এক বাড়ি। বিরাট এলাকা কার্যত তছনছ হয়ে গেল। সুন্দর , ঝকঝকে পাহাড়ি জনপদ এখন যেন ধ্বংসাবশেষ।

সূত্রের খবর, বৃহস্পতিবারের বিপর্যয়ে প্রাণ গিয়েছে বহু মানুষের। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরে ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টিতে  দুই সিআইএসএফ জওয়ানসহ কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

বিশেষ সূত্রের খবর, মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি।  কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, মাচাইল মাতার মন্দিরের কাছে ঘরের পর ঘর যেভাবে ধূলিসাৎ হয়েছে, তাতে বিরাট সংখ্যক মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও এলাকায় প্রবল বৃষ্টি চলছে। তার জেরে উদ্ধারকাজ মাঝেমধ্যে ব্যাহত হয়েছে। আবহাওয়া দফতর বড় দুর্যাগের সতর্কবার্তা দিয়ে রেখেছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে চশোতি গ্রাম সংলগ্ন এলাকা ভেসে যায় মেঘভাঙা বৃষ্টিতে। তার জেরেই ধেয়ে আসে  হড়পা বান।  প্রবল স্রোতে ভেসে যায় বাড়ি, ঘর, গাড়ি জনপদ, সবকিছু । শেষ খবর খবর পাওয়া পর্যন্ত ১৬০ জনকে উদ্ধার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*