রোজদিন ডেস্ক : পুলিশ দিবসে তাদের কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সকালেই রাজ্যবাসীর সুরক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীকে সম্মান ও অভিনন্দন জানান তিনি। বলেন, ” প্রতিদিন আমাদের শান্তি ও সুরক্ষায় আপনাদের সাহস, ত্যাগ ও নিষ্ঠাকে আমরা সম্মান জানাই।”
পুলিশ বাহিনীকে তিনি উর্দিধারী বীর বলে অভিনন্দিত করেন, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অতন্দ্র প্রহরাকে ঢালাও প্রশংসা করেন।
প্রসঙ্গত, রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও প্রশাসনিক প্রধান তাদের পাশে থাকার বার্তা দেওয়ায় বাহিনীর মনোবল বাড়বে বলে মনে করেন তথ্যভিজ্ঞ মহল।

Be the first to comment