১০ টা

Spread the love
  1. আজ বৃহস্পতিবার। আজকে শুভ বিজয়া দশমী। লক্ষ্মীবারে অনেকে প্রতিমা নিরঞ্জন না করলেও কেউ কেউ হরষে বিষাদে মাকে বিদায় জানাচ্ছেন।
  2. আজ দশেরা। অশুভ শক্তি রাবণ দহনের দিন। লালকেল্লায় রামলীলা ময়দানে রাবণ পোড়ানোর অনুষ্ঠানে অংশ নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
    আজ দেশ জুড়ে চলছে রাবণ দহন, দশেরা উৎসব ।বিধান নগর সেন্ট্রাল পার্কে হয় রাবণ দহন । দুর্গাপুর খড়গপুর মালদহের কালিতলাতেও রাবণ পোড়া অনুষ্ঠান হয়।
  3. বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা সুরুচি সংঘের প্যান্ডেলে এসে বললেন সজ্জন জিন্দাল। প্রসঙ্গত সস্ত্রীক সজ্জন জিন্দাল সুরুচির প্যান্ডেল ও প্রতিমা দেখে মুগ্ধ হন। স্ত্রী সঙ্গীতাও মন্ত্রমুগ্ধ বাঙালির এই প্রাণের উৎসব দেখে।
  4. দশমীর দিনে ভোগান্তি, দুর্যোগ সিকিমে । টানা বৃষ্টি ও ধসে উত্তর সিকিমে রাস্তা বন্ধ।
  5. শুভ বিজয়ায় সুসংবাদ। কলকাতায় প্রতি গ্রামে সস্তা সোনা । উৎসবের মরশুমে মধ্যবিত্তের মুখে চওড়া হাসি।
  6. জুবিন গর্গের মৃত্যু নিয়ে বিস্ফোরক স্ত্রী গরিমা, স্কুবা ডাইভিং এ নয় জোর করে হত্যা করা হয় জুবিনকে দাবি স্ত্রীর।
  7. মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় জঙ্গলে পাথর চাপা দিয়ে শিশু সন্তানকে আটকে রেখে যায় পাষন্ড শিক্ষক বাবা-মা।
  8. ওষুধে ট্রাম্পের ১০০% শুল্কনীতি, পাল্টা পদক্ষেপের বার্তা বেইজিং এর। ভারতীয় ওষুধে শুল্ক ত্রিশ শতাংশ থেকে কমিয়ে শূন্য করলো সি জিনপিং সরকার।
  9. বসিরহাটে টর্নেডো এ ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি। এলাকা পরিদর্শনে গিয়ে ত্রাণের বন্দোবস্ত করেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো।
  10. মধ্যপ্রদেশের খান্ডওয়ারে চম্বল নদীতে প্রতিমা নিরঞ্জনের সময় দুর্ঘটনা। দুর্গা বিসর্জন করার সময় ট্রাক্টর জলে তলিয়ে মৃত্যু ৯ জনের। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব গভীর শোক প্রকাশ করে মৃতের পরিবারকে চার লাখ করে ক্ষতিপূরণ ঘোষণা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*