পড়শি দেশগুলিতে গণবিক্ষোভ, সতর্ক করলেন ভাগবত

Spread the love

রোজদিন ডেস্ক : ভারতের একাধিক পড়শি রাজ্যে গণবিক্ষোভ, সরকারের পতন ইত্যাদি নিয়ে সতর্ক করলেন আর এস এস প্রধান মোহন ভাগবত। আজ নাগপুরে সংগঠনের শতবর্ষ যাপন অনুষ্ঠানে তিনি বলেন, এই সব দেশ ই একসময় ভারতের অংশ ছিল। এখানেও এর প্রভাব পড়তে পারে। এই সব দেশের সঙ্গে ভারতের দীর্ঘ দিনের সাংস্কৃতিক যোগাযোগ। সেদিক থেকে এই সব দেশকে তিনি ভারতের পরিবারের অংশ উল্লেখ করে সেখানে শান্তি, স্থিতি, সমৃদ্ধি, কল্যাণ প্রতিষ্ঠার কামনা করেন।
প্রসঙ্গত, গত বছর বাংলাদেশ, চলতি বছর নেপাল, কয়েক বছর আগে শ্রীলঙ্কা ইত্যাদি দেশে একের পর এক গণ অভ্যুত্থানের ফলে ক্ষমতা সীন সরকারের পতন হয়েছে। এই ধরনের অভ্যুত্থান যে তাঁর না পসন্দ, সংঘ প্রধানের বক্তব্যে তার ইংগিত মেলে। বলেন,এই ধরনের শক্তি ভারতের অন্দরে ও বাইরে সক্রিয়। তারা এই দেশে অশান্তির আবহ তৈরি করতে চাইছে। সরকার যখন জনগণের থেকে দূরে থাকে, তাদের সমস্যা নিয়ে উদাসীন থাকে, তখন ই মানুষের মনে ক্ষোভ তৈরি হয় বলে তিনি মন্তব্য করেন। কিন্তু এই রকম সশস্ত্র বিপ্লবের পথে সমস্যা সমাধান হয় না।
চিন, রাশিয়া ইত্যাদি দেশের নাম না করে মোহন ভাগবত বলেন, যে সব সাম্যবাদী দেশে বিপ্লব হয়েছিল, তারা সবই এখন পুঁজিবাদী দেশ হয়ে গেছে।
দীর্ঘ ভাষণে তিনি দেশের আত্মনির্ভর হওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন। ট্রাম্পের শুল্ক যুদ্ধ, পহেলগাঁও হামলা সহ বিভিন্ন সমস্যার উল্লেখ করেন।
আন্তর্জাতিক সমস্যাগুলি নিয়ে বিশ্ব এখন ভারতের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করে জানান, বিশ্ব চায়, ভারতই নেতৃত্ব দিক।
বর্ণময় এই অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর এস এসের শতবর্ষ উপলক্ষে ১০০ টাকার মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করেছেন।
সি পি আই এমের সাধারণ সম্পাদক এম এ বেবি একে অসাংবিধানিক বলে জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*