রোজদিন ডেস্ক : তাঁরা ছিলেন অভিন্নহৃদয় বন্ধু, সখা, সুহৃদ। পারস্পরিক শ্রদ্ধা, ভালবাসার সেই বন্ধন ছিঁড়ে আচমকাই না ফেরার দেশে চলে গেছেন জুবিন গর্গ। উৎসবের মরসুমে তাঁর স্মৃতিতে বেদনাকাতর বন্ধু অংগরাগ মহান্ত আগামী পয়লা অক্টোবর অবধি তাঁর সব অনুষ্ঠান বাতিল করেছেন। অসমের এই জনপ্রিয় গায়ক অংগরাগকে পাপন বলেই সবাই জানেন। উভয়ের বন্ধুত্বর কথা ও সবার জানা। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী পয়লা অক্টোবর অবধি নিজের সব অনুষ্ঠান বাতিল করেছেন তিনি। এর জন্য অনুষ্ঠানের আয়োজকদের কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনাও করেছেন।
ঘটনাচক্রে আগামী পয়লা অক্টোবর অকাল প্রয়াত জুবিন গর্গের বিধি অনুযায়ী পারলৌকিক ক্রিয়া হওয়ার কথা। ওই দিন অবধি কোন বিনোদনমুলক আনন্দ অনুষ্ঠানে অংশ নিতে চান না পাপন।
আজ গৌহাটির বরসাপাড়ার এ সিএ স্টেডিয়ামে মহিলাদের বিশ্ব ক্রিকেটের উদবোধন হবে। প্রয়াত জুবিন গর্গের স্মৃতিতে সেখানে শ্রদ্ধা জানানো হবে বলে প্রকাশ
অসমের ভুমিপুত্র বহুমুখী প্রতিভার অধিকারী জুবিন গর্গ রাজ্যের সীমানা পেরিয়ে সারা দেশের সংগীত জগতের অন্যতম স্তম্ভ ছিলেন, তাঁর অকাল প্রয়াণে শোকার্ত সব মহলই। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে তাঁর আচমকা প্রয়াণ ঘিরেও বিতর্ক অব্যাহত।

Be the first to comment