রোজদিন ডেস্ক : এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের পার্বত্য এলাকা। এর জেরে ব্যাপক হিংসাত্মক ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন তরুণ। আর এই সব নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র দফতর নিশানা করেছে ভারতকেও। তাদের অভিযোগ, ভারতের বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই সব হয়েছে।
গত বছর তাঁর সরকারের পতনের পর থেকে ভারতেই আছেন হাসিনা। বাংলাদেশে তাঁর সমর্থকদের ওপর শুধু দমনপীড়নই না, নাম না করে তাঁদের ফ্যাসিস্টও আখ্যা দেওয়া হচ্ছে। অতি সম্প্রতি পার্বত্য এলাকা খাগড়াছড়িতে এক উপজাতি কিশোরীর গণধর্ষণের ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। এমনকি উপজাতি ও বাঙালিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তিন তরুণ প্রান হারান। বাংলাদেশ সরকার এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করেছে।
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই সব ঘটনায় নিশানা করেছেন ভারতকেও। তাঁর মন্তব্য, ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের (পড়ুন আওয়ামী লিগ) ইন্ধনে এই সব হয়েছে। সরকার এই সব ঘটনায় কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে তিনি জানান।
খাগড়াছড়ির গুঁইমারায় নিহত তিন তরুণ উপজাতি সম্প্রদায়ের। এর আগে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় যুক্ত সন্দেহে এক বাঙালি তরুণকে গ্রেফতার করে পুলিশ। এরপর ক্রমেই উত্তেজনা র পারদ তুঙ্গে ওঠে।
বাংলাদেশে আওয়ামী লিগের সমর্থকদের নিয়েও কঠোর প্রশাসন। গত ১৩, মাসে প্রায় ৪৫ হাজার আওয়ামী লিগ সমর্থককে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে ৩৩ হাজারের বেশি জামিন পেয়েছেন। জামিনের নিয়ম কানুন আরও কঠোর করার উদ্যোগ নিচ্ছে প্রশাসন। হাসিনার সমর্থকদের পারস্পরিক যোগাযোগ বন্ধ করতে দুটি অ্য্যপও বন্ধ হতে পারে । টেলিগ্রাম ও বেটিম অ্যাপের ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে জানা গেছে।

Be the first to comment