পরিবেশ রক্ষায় বড় পদক্ষেপ, কলকাতার পুজো কমিটিগুলিকে পথ দেখাচ্ছে টালা প্রত্যয়

Spread the love

রোজদিন ডেস্ক : পুজো মণ্ডপ ও সংলগ্ন এলাকার পরিবেশ রক্ষার্থে বড় পদক্ষেপ নিল টালা প্রত্যয়। সেই সঙ্গে কলকাতার পুজো কমিটিগুলিকেও নতুন পথ দেখালো উত্তর কলকাতার এই পুজো কমিটি। সোমবার মহাসপ্তমীতে টালা প্রত্যয়ে শুরু হল ইকোজেনিকের কাজ। কলকাতা পুরসভার সঙ্গে হাত মিলিয়ে শহরের প্রথম পরিবেশবান্ধব নতুন প্রযুক্তি আনল তাঁরা। ওইদিন দুপুরে টালা প্রত্যয়ের মণ্ডপে ‍ইকোজেনিক নামে সেই নতুন প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরো চেয়ারম্যান তথা টালা প্রত্যয় পুজো কমিটির সভাপতি তরুণ সাহা, পুজোর মেন্টর ধ্রুবজ্যোতি বসু ও গ্রিন-টেক এন্টারপ্রেনিয়ওর-এর তরফে রঞ্জুগোপাল বর্মন। উদ্যোক্তারা জানান, এই নয়া প্রযুক্তির সাহায্যে পুজোমণ্ডপ ও তার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কঠিন বর্জ্যকে ব্যবহারযোগ্য জ্বালানি বা কাঠকয়লায় রূপান্তরিত করা যাবে। এই কাঠকয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র, ফার্নেস, সিমেন্ট শিল্প-সহ অন্যান্য শিল্পক্ষেত্রে কাজে লাগবে। এর ফলে একদিকে যেমন সুস্থ পরিবেশ বজায় থাকবে, উল্টোদিকে শিল্পেরও লাভ হবে। উপস্থিত কর্তারা প্রায় সকলেই এই উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন। ইকোজেনিকের আনুষ্ঠানিক উদ্বোধনের পর মেয়র ফিরহাদ হাকিম বলেন, এটা আমাদের একটা ছোট পাইলট প্রজেক্ট। আমরা আপাতত দেখব এর সাকসেস রেট কতটা। এটা পাওয়ার প্লান্টগুলো নিচ্ছে কিনা, সেটাও দেখতে হবে। তারপর সবকিছু বিবেচনা করে আমরা বড় আকারে এই প্রজেক্ট শুরু করার বিষয়ে চিন্তাভাবনা করবো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*