আরো ১২

Spread the love
  1. আজ মহাষ্টমী। সকাল থেকে মন্ডপমুখী মানুষ। চলছে অঞ্জলি। কুমারী পূজা। সন্ধি পূজার প্রস্তুতি।
  2. বড়িশা প্লেয়ারস কর্নারের পুজোয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।
  3. বেলুড়মঠে ধুমধাম সহকারে হচ্ছে কুমারী পুজো, কুমারীর নাম শ্রীনিতা মুখোপাধ্যায়
  4. কামারপুকুর জয়রামবাটিতে রীতি মেনে হচ্ছে কুমারী পুজো, ক্যানিংয়ের রামকৃষ্ণ সেবাশ্রমে ও চার কুমারিকে পুজো করা হচ্ছে।
  5. এসেন জার্মানিতে ইন্ডিয়ান কালচার কানেকশনের পুজো।
  6. ভবানীপুরের মল্লিক বাড়িতে পারিবারিক পুজোয় উপস্থিত রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক
  7. অষ্টমীতে মেঘমুক্ত আকাশ , বৃষ্টির সম্ভাবনা নেই।
    নবমীতে নিম্নচাপ। ভারী বৃষ্টির সম্ভাবনা। দশমী একাদশী দ্বাদশীতে দুর্যোগের পূর্বাভাস। দুর্যোগের জন্য এই দিনগুলিতে মৎস্যজীবীদের মাছ ধরতে বারণ করা হয়েছে।
  8. সকলকে মহাষ্টমীর শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  9. মহাষ্টমীতে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান তৃণমূল কংগ্রেস সংসদীয় দলনেতা ও সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়
  10. পুজো পরিক্রমায় বেরোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার দমদম নাগেরবাজার এর কাছে জয়শ্রী দুর্গাপূজা কমিটি ও বাগুইহাটির অশ্বিনীনগরে বন্ধু মহল পুজো মন্ডপে যাবেন তিনি।
  11. দিল্লিতে হঠাৎই হওয়া এবং প্রবল বৃষ্টি
  12. দিল্লিতে আবহাওয়া ইউ টার্ন। হচ্ছে মুষলধারে বৃষ্টি ,বাতাস বইছে যথেষ্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*