- আজ মহাষ্টমী। সকাল থেকে মন্ডপমুখী মানুষ। চলছে অঞ্জলি। কুমারী পূজা। সন্ধি পূজার প্রস্তুতি।
- বড়িশা প্লেয়ারস কর্নারের পুজোয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।
- বেলুড়মঠে ধুমধাম সহকারে হচ্ছে কুমারী পুজো, কুমারীর নাম শ্রীনিতা মুখোপাধ্যায়
- কামারপুকুর জয়রামবাটিতে রীতি মেনে হচ্ছে কুমারী পুজো, ক্যানিংয়ের রামকৃষ্ণ সেবাশ্রমে ও চার কুমারিকে পুজো করা হচ্ছে।
- এসেন জার্মানিতে ইন্ডিয়ান কালচার কানেকশনের পুজো।
- ভবানীপুরের মল্লিক বাড়িতে পারিবারিক পুজোয় উপস্থিত রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক
- অষ্টমীতে মেঘমুক্ত আকাশ , বৃষ্টির সম্ভাবনা নেই।
নবমীতে নিম্নচাপ। ভারী বৃষ্টির সম্ভাবনা। দশমী একাদশী দ্বাদশীতে দুর্যোগের পূর্বাভাস। দুর্যোগের জন্য এই দিনগুলিতে মৎস্যজীবীদের মাছ ধরতে বারণ করা হয়েছে। - সকলকে মহাষ্টমীর শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- মহাষ্টমীতে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান তৃণমূল কংগ্রেস সংসদীয় দলনেতা ও সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়
- পুজো পরিক্রমায় বেরোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার দমদম নাগেরবাজার এর কাছে জয়শ্রী দুর্গাপূজা কমিটি ও বাগুইহাটির অশ্বিনীনগরে বন্ধু মহল পুজো মন্ডপে যাবেন তিনি।
- দিল্লিতে হঠাৎই হওয়া এবং প্রবল বৃষ্টি
- দিল্লিতে আবহাওয়া ইউ টার্ন। হচ্ছে মুষলধারে বৃষ্টি ,বাতাস বইছে যথেষ্ট।

Be the first to comment