ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতি শুরু কমিশনের, অবৈধ লেনদেন-সহ নজরে একাধিক বিষয়

Spread the love

রোজদিন ডেস্ক : সব ঠিক থাকলে আগামী বছর এপ্রিল, মে মাসে রাজ্য বিধানসভা নির্বাচন। তার আগেই জারি হয়ে যাবে আদর্শ আচরণবিধি। সবমিলিয়ে বাকি আর মাত্র ৬-৭ মাস। তাই কমিশনের অন্দরে চলছে প্রস্তুতি। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এখন থেকেই অবৈধ টাকা লেনদেন, মদ-গাঁজা-সহ মাদকদ্রব্য এবং চোরাচালান নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি শুরু করছে। সেই উদ্দ্যেশ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গত সপ্তাহে আয়কর বিভাগ, অন্তঃশুল্ক বিভাগ, রেভিনিউ ইন্টেলিজেন্স-সহ বিভিন্ন নোডাল এজেন্সিগুলিকে নিয়ে জরুরি বৈঠক হয়। এই নোডাল এজেন্সিগুলি মূলত ভোটের সময়ে অবৈধ লেনদেন-সহ বিভিন্ন বেআইনি কার্যকলাপের উপর নজরদারি চালানো ও আইনি ব্যবস্থা নেওয়ার কাজটা করে। কমিশনের আশঙ্কা, ভোটের আগে থেকেই বিভিন্ন জায়গায় অবৈধ কার্যকলাপের ঘাঁটি তৈরি হচ্ছে। তাই কড়া হাতে এখনই ব্যবস্থা না নিলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি আয়ত্তে আনা যাবে না। সে কারণে লক্ষ্মীপুজোর পর থেকেই রাজ্যের পরিস্থিতির ওপর কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পুজোর পর আগামী ১৫ অক্টোবর সব নোডাল এজেন্সিকে নিয়ে আরও বড় একটি বৈঠক ডাকতে চলেছে বলে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী, যে দিন প্রথম রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়, তার ছ’মাস আগেই কমিশন নোডাল এজেন্সিগুলির সঙ্গে আলোচনায় বসে এবং তাদের দায়িত্ব স্পষ্টভাবে বুঝিয়ে দেয়। সেই হিসাবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু নানা সরকারি ছুটি-ছাটা থাকায় বৈঠক এগিয়ে আনা হয়েছে। কমিশনের যুক্তি, এখন থেকেই কাজ শুরু না করলে নির্বাচনের আগে সব দায়িত্ব যথাযথভাবে শেষ করা সম্ভব হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*