রোজদিন ডেস্ক : দিল্লি বিজেপি র প্রথম সভাপতি বিজয় কুমার মালহোত্রার জীবনাবসান হয়েছে। আজ সকালে AIMS-এ তিনি প্রয়াত হন। বয়েস হয়েছিল ৯৪. বর্ষীয়ান নেতার প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিশিষ্ট নেতারা গভীর শোক জানিয়েছেন।
বিজেপির পাঁচ বারের সাংসদ ও দুবারের বিধায়ক বিজয় কুমার মালহোত্রা ৮০-৯০ এর দশকে রাজধানী দিল্লিতে দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। দেশের রাজনীতিতে বিজেপি যখন এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি, তখন থেকেই দলের অনুগত সৈনিকের মত নিরলসভাবে কাজ করে গেছেন তিনি।
গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে দলের প্রথম স্থায়ী কার্যালয় উদবোধন করেন, যা প্রয়াত বিজয় মালহোত্রার দীর্ঘদিনের স্বপ্ন ছিল।
প্রধানমন্ত্রী সমাজমাধ্যমে প্রয়াত নেতাকে গভীর শ্রদ্ধা জস্নিয়ে তাঁকে একজন অসাধারণ নেতা বলে জানান।বলেন, দিল্লিতে তাঁদের দলকে মজবুত করতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সাংসদ, বিধায়ক হিসাবে তাঁর ভূমিকা সবার মনে আছে। প্রয়াত নেতার পরিবার ও শুভানুধ্যায়ীদের তিনি সমবেদনা জানান।
দিল্লির বিজেপি বীরেন্দ্র সচদেব এক বিবৃতিতে প্রিয় নেতার মৃত্যু সংবাদ জানিয়ে বলেন,উনি খুব সরল মানুষ ছিলেন।জনসাধারণের জন্য সব সময় ভাবতেন। দল ও আর এস এসের নিষ্টাবান কর্মী ছিলেন।দলের কর্মী দের অনুপ্রেরণার উৎস ছিলেন উনি, ভবিষ্যতে ও তাই থাকবেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ প্রয়াত বিজয় মালহোত্রা কে শ্রদ্ধা জানিয়ে বলেন, সব ক্ষেত্রেই ওঁর ভুমিকা প্রশংসনীয় ছিল।
ওঁর কাছে তিনি সংগঠন সম্পর্কিত জটিল দিকগুলি নিয়ে অর্ন্তদৃষ্টি পেয়েছেন।

Be the first to comment