রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে দিতে হবে রাজ্য সরকারকে। বুধবার ডিএ মামলার শুনানিতে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
এদিন ডিএ মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। প্রথমে আদালত রাজ্যকে ৫০ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার কথা বলে। তবে আদালতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ‘এটা বিপুল অঙ্কের টাকা। এখনই বকেয়া মহার্ঘভাতার ৫০ শতাংশ দিলে রাজ্যের কোমর ভেঙে যাবে। তাছাড়া তিনি ব্যাখ্যা দেন, ডিএ কোনও সাংবিধানিক অধিকার নয়। এখনই বকেয়া ডিএ-র ৫০ শতাংশ দেওয়া সম্ভব নয়।’ এরপর রাজ্যের অনুনয়ে সুপ্রিম কোর্ট পরে নির্দেশ দেয়, বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ এখনই দিয়ে দিতে হবে।
রাজ্যের তরফে যুক্তি দেখানো হয়, “ডিএ সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার নয়।” সুপ্রিম কোর্টের পালটা যুক্তি, “মহার্ঘ্য ভাতা সাংবিধানিক অধিকার নয় ঠিকই। কিন্তু তা বলে দিনের পর দিন টাকা না দেওয়াটাও কাজের কথা নয়।” এরপর রাজ্যের আর্থিক দিক এবং সরকারি কর্মীদের পরিস্থিতি বিবেচনা করে ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে ওই বকেয়া মেটাতে হবে। মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে।
গত বুধবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি থাকলেও তা পিছিয়ে যায়। এদিন সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে ছিলেন রাজ্য সরকারি কর্মীদের অনেকে। আগাস্ট মাসে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পান ৫৫% হারে। গত বিধানসভা বাজেটে ৪% বৃদ্ধির পর রাজ্য সরকারি কর্মচারীরা এখনও পর্যন্ত ডিএ পান ১৮% হারে।

Be the first to comment