
রোজদিন ডেস্ক, কলকাতা:- পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দুদেশের মধ্যে বৈদেশিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহযোগী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। রবিবার রাতেও ভারতের মাটি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তানের সেনা। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ সোমবার ১১টা নাগাদ বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজনাথ সিং।
গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সঙ্গে ছিলেন সিডিএস জেনারেল অনিল চৌহান। এই উচ্চ পর্যায়ের বৈঠকের পর ফের আজ বৈঠক সারলেন মোদি ও রাজনাথ সিং।
সেই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। এদিকে মেডিকেল ভিসা নিয়ে যেসব পাকিস্তানি ভারতে এসেছিলেন, তাঁদের ফিরতে হবে ২৯ এপ্রিলের মধ্যে। তারপরেই কি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে ?এটাই এখন দেখার বিষয়!
Be the first to comment