
রোজদিন ডেস্ক : পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৮ জন পর্যটক। এই ঘটনার পর একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার। ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের পর শুক্রবারও এলওসি-তে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাক সেনা। পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।
সূত্রের খবর, নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক জায়গায় পাক অধিকৃত কাশ্মীরের দিক থেকে গুলিবর্ষণ শুরু হয়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দফায় দফায় ছোড়া হয় শেল-মর্টার। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, প্রত্যেকটি হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। ভারতীয় সেনার গুলিতে পিছু হটতে বাধ্য হয়েছে পাকিস্তান।
গত মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৮ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। নিন্দার ঝড় উঠেছে গোটা বিশ্বে। ঘটনার পরই বুধবার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক বড় পদক্ষেপের কথা ঘোষণা করেছে ভারতের বিদেশ মন্ত্রক। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত, ভিসা বাতিল, আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া। পাকিস্তানও এইসব সিদ্ধান্তকে কেন্দ্র করে পালটা হুমকি দিয়েছে, তারা ভারত-পাকিস্তানের মধ্যে থাকা সমস্ত চুক্তি, এমনকি ১৯৭২ সালের সিমলা চুক্তিও স্থগিত করতে পারে। এদিকে পহেলগাঁও ঘটনার পর থেকে বারবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। তবে কড়া জবাব দিচ্ছে ভারতও।
Be the first to comment