আরো ১২

Spread the love
  1. সংসদে আজ আসছে জম্মু-কাশ্মীর সংশোধনী বিল। দুদিন ধরে আলোচনা চলবে।
  2. অবিরাম বৃষ্টিতে ভাসছে বাণিজ্য নগরী, বৃষ্টি কমার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস
  3. জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশ
  4. বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। দক্ষিণবঙ্গে সপ্তাহ জুড়ে টানা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরও কম যায় না, উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।
  5. নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় পক্ষপাতদুষ্ট। বিহারে ভোটাধিকার যাত্রায় বললেন রাহুল গান্ধী
  6. অবশেষে খুশির খবর ৭ ও ১৪ই সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা।
  7. এসএসসি নিয়ে নবান্নে শুক্রবার বাইশে অগস্ট চীফ সেক্রেটারির নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক।
  8. জল নামতেই ভয়াবহ ভাঙ্গন, মালদা রতুয়ার চিত্র এটি।
  9. হাঁটু জল পেরিয়ে শ্মশান যাত্রা। যেন মরেও শান্তি নেই। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে মৃতদেহ কেও নিয়ে যেতে হচ্ছে হাঁটু জল পেরিয়ে।
  10. বেসরকারি স্বর্ণ ঋণ সংস্থায় ডাকাতির চেষ্টা। নদীয়ার চাকদায় বন্দুক দেখিয়ে সোনার গয়না লুটের চেষ্টা।
  11. অন্ডালে ই সিএল খনিতে দুর্ঘটনা । বহু শ্রমিক খনির দেওয়াল ভেঙে আটকে পড়েন। তৎপরতার সঙ্গে উদ্ধারকার্য শুরু হয়। একজন নিহত । বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত । তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
  12. মঙ্গোলিয়ায় চলছে ইউথ নাদাম ফেস্টিভ্যাল। খুবই রঙিন এই উৎসব। নীল আকাশের নিচে কচিকাঁচাদের কসরত রীতিমত দর্শনীয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*