গুজরাটে স্পেশাল অপারেশন গ্রুপের অভিযানে উদ্ধার ১৯ জন শিশু, মনে করা হচ্ছে সকলেই বাংলার

Spread the love

রোজদিন ডেস্ক : গুজরাটের রাজকোট থেকে কমপক্ষে ১৯ জন শিশুকে উদ্ধার করা হয়েছে, যাদেরকে অপহরণ করে নকল গয়না তৈরিতে জোরপূর্বক কাজ করানোর অভিযোগ রয়েছে।
রাজকোট সিটি পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ, মানব পাচার বিরোধী সংস্থার সাথে মিলে বেদিচকের কাছে একটি আবাসিক এলাকার একটি বাড়ি থেকে ওই শিশুদের উদ্ধার করে, যাদের সকলেই পশ্চিমবঙ্গের বলে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রের খবর, শিশুদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় পাওয়া গেছে এবং তাদের অবিলম্বে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক পরীক্ষায় তাদের হাতে এবং পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা শারীরিক নির্যাতনের ইঙ্গিত দেয়।
পুলিশ তদন্ত করছে যে শিশুদের উপর জোর-জবরদস্তি ও সহিংসতার ঘটনা ঘটেছে কিনা। তবে, প্রাথমিক তদন্তে জানা গেছে যে, গত দুই বছর ধরে একজন ঠিকাদার এই শিশুদের রাজকোটে নিয়ে এসেছিলেন, ওই ঠিকাদার শিশু সুরক্ষা আইন লঙ্ঘন করে তাদের কায়িক শ্রমের জন্য নিয়োগ করেছিলেন।
যে বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়েছে সেটি বাবু বালা নামে এক ব্যক্তির মালিকানাধীন। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, যে ভাড়া চুক্তিটি কার্যকর ছিল কিনা। যদি তা না হয়, তাহলে ভাড়া আইন লঙ্ঘন এবং পাচারে সহায়তা করার জন্য আরও আইনি ব্যবস্থা শুরু করা হতে পারে।
পুলিশের সন্দেহ যে এটি গুজরাটে পরিচালিত একটি বৃহত্তর শিশু পাচার এবং বন্ডেড লেবার নেটওয়ার্কের অংশ, যেখানে রাজকোট একটি উদ্বেগজনক হটস্পট হিসেবে লআবির্ভূত হচ্ছে। রাজকোটে এই ধরণের ঘটনা এটিই প্রথম নয়।
প্রসঙ্গত, এপ্রিল মাসে, জেতপুরে একই রকম অভিযানের ফলে দুটি শাড়ি কারখানা থেকে ৩১ জন শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছিল। এই শিশুদের মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং গুজরাটের মতো রাজ্য থেকে পাচার করা হয়েছিল। সেই ঘটনাতেও, একটি এনজিওর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় এবং শিশুদের বিপজ্জনক অবস্থায় কাজ করতে দেখা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*