স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল জয়েন্টের দুই ছাত্র। ঘটনাটি ঘটেছে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে। শনিবার বিকেলে। পরীক্ষা হয়ে যাওয়ার পর গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যায় দুই পরীক্ষার্থী। শনিবার সন্ধেয় তাদের দেহ উদ্ধার করে পুলিশ। মৃত দুই পরীক্ষার্থী একজন আদিত্য কুমার এবং আরেকজন সোনু মাহাত বলে জানা গেছে।
হাওড়া পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই পড়ুয়ারা ঝাড়খন্ডের জামশেদপুর থেকে পরীক্ষা দিতে এসেছিল। হাওড়া ময়দান এলাকার হাওড়া শিক্ষা সদনে ‘সিট’ পড়েছিল। দলটিতে চারজন পরীক্ষার্থী ছাড়াও এক পরীক্ষার্থীর বাবাও ছিলেন। শনিবার পরীক্ষার পর তারা রামকৃষ্ণপুর ঘাটে আসে। সেখানেই স্নান করতে নামে তিনজন। সেইসময় ভাঁটা থাকলেও চোরা স্রোতে তিনজনেই পড়ে যায়। ঘাটে যারা ছিলেন তাঁরা এগিয়ে এসে একজনকে উদ্ধার করলেও বাকি দুই পরীক্ষার্থী ডুবে যায়। সন্ধে নাগাদ দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলে নেমে ফটো তোলার জন্য এরা তিনজনেই কিছুটা ভেতর দিকে চলে গিয়েছিল। তখনই চোরা স্রোতের কবলে পড়ে ভেসে যায় দু’জন।
Be the first to comment