রোজদিন ডেস্ক :- রোজদিন ডেস্ক :-ডিজি-আইজিপি সম্মেলনে যোগ দিতে শনিবার বিকালে ওড়িশায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই শুক্রবার দুপুরে ওড়িশায় পৌঁছেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এনাদের স্বাগত জানাতে পুরির সমুদ্র সৈকতে এক শিল্পকর্ম তৈরি করলেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক।
এদিন তাঁদেরকে নিজের শিল্পের মাধ্যমে অভ্যর্থনা জানান সুদর্শন। তাঁর তৈরি বালি ভাস্কর্যটিতে প্রধানমন্ত্রী মোদির একটি প্রতিকৃতির সঙ্গে একটি বার্তা রয়েছে। যাতে লেখা রয়েছে, ‘ওড়িশায় স্বাগতম।’ এই শৈল্পিক শ্রদ্ধা রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে এবং স্থানীয় এবং পর্যটক উভয়ের জন্যই এটি একটি প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।
শুক্রবার দুপুর দেড়টা নাগাদ ভুবনেশ্বরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং অন্যান্য বিজেপি দলীয় কর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান। এদিন লোকসেবা ভবন কনভেনশন সেন্টারে ৫৯তম ডিজি-আইজিপি সম্মেলনের উদ্বোধন করেন তিনি। আর এই সম্মেলনে শনিবার থেকে যোগ দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। অনুষ্ঠানের জন্য করা ট্র্যাফিক ব্যবস্থার কথা মাথায় রেখে, ওড়িশা সরকার শুক্রবার ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার সমস্ত স্কুল দুপুর ১টার মধ্যে বন্ধ করার কথা ঘোষণা করেছে৷ প্রধানমন্ত্রী মোদির বিমানবন্দরে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর প্রধানমন্ত্রী বিকেল ৫টায় রাজভবনে যাবেন এবং পরে সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বিজেপি অফিসে দলীয় বৈঠকে সভাপতিত্ব করবেন।
Be the first to comment