রোজদিন ডেস্ক : দুর্গাপুরে মেডিকেল ছাত্রীর গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্যর তীব্র বিরোধিতা করলেন অভয়ার মা বাবা। মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ বলে তোপ দেগে তাঁরা জানান, ওঁর বক্তব্য তালিবানি ফতোয়ার সামিল!
গতকালই মুখ্যমন্ত্রী দুর্গাপুরের ঘটনায়, ছাত্রী রাতে বাইরে কেন বলে প্রশ্ন তুলেছিলেন। যা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। আজ এই বিষয়ে অভয়ার বাবা বলেন, উনি তবে ফতোয়া দিন যে মেয়েদের পড়াশোনার দরকার নেই। তারা বাড়িতেই থাকুক। না হয় উনি পদত্যাগ করুন। অভয়ার মাও এই বক্তব্য সমর্থন করেন। বলেন, আদিম যুগের মত মেয়েরা তবে কি ঘরেই থাকবে?? তবে আর এত উন্নতি কিসের! মুখ্যমন্ত্রী ধর্ষক ও অপরাধীদের রক্ষক বলে মনে করেন তাঁরা।

Be the first to comment