রোজদিন ডেস্ক : তামিলনাড়ুর কারুরে পদপিষ্ট হয়ে ৪১ জনের মমর্মান্তিক মৃত্যুর ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিলো শীর্ষ আদালত। আজ বিচারপতি জে কে মাহেশ্বরী ও এন ভি আঞ্জেরিয়ার বেঞ্চ এই নির্দেশ দেন। এই সঙ্গে তিন সদস্যর তদারকি কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, গত ২৭, সেপ্টেম্বর জনপ্রিয় অভিনেতা তথা রাজনীতিক বিজয়ের প্রচার সভায় ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে দশ জন শিশু সহ ৪১ জন প্রাণ হারান। ক্ষমতাসীন ডিএমকে ও বিজয়ের দল টি ভি কে এই ঘটনায় পরস্পরকে দোষারোপ করে।
মুখ্যমন্ত্রী স্ট্যালিন এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। আজ শীর্ষ আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ায় বিড়ম্বিত তামিলনাড়ু সরকার।
অন্যদিকে টি ভি পি-র ও অস্বস্তি বাড়লো বলে মনে করা হচ্ছে।
শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি অজয় রাস্তোগির নেতৃত্বে তিন সদস্যর কমিটি সি বি আই তদন্তের তদারকি করবেন।
কারুরের মর্মান্তিক ঘটনায় দেশ ব্যাপী তোলপাড় ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ সব মহল এতে গভীর শোক ব্যক্ত করেন।

Be the first to comment