রোজদিন ডেস্ক : সন্তোষ মিত্র স্কয়ারে সজল ঘোষের পুজোয় এলেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে মা দুর্গার বন্দনা করলেন। তাঁর বক্তব্যে অমিত সাহা বলেন, সমগ্র পশ্চিমবঙ্গ ও দেশের জনতাকে দূর্গা পূজার শুভকামনা ও অভিনন্দন। নবরাত্রির ন-দিন পুজো মহোৎসব শুধু বাংলা বা ভারতে নয় বিশ্বে প্রসিদ্ধ। বাংলার এই মহান ঐতিহ্যকে সারা বিশ্ব আনন্দের সঙ্গে দেখে। ন-দিন ধরে আবালবৃদ্ধবণিতা শক্তি পূজোয় নিজেকে সমর্পণ করেন। অমিত শাহ বলেন, আমিও মণ্ডপে মায়ের আরাধনা করলাম। মা দুর্গার সামনে প্রার্থনা করলাম ভোটের পর এমন সরকার আসুক, যে সোনার বাংলা নির্মাণ করতে পারে। আমরা কবিগুরুর কল্পনার বাংলা নির্মাণ করবো।

এরপর অমিত শাহ আজ বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে তাকে অন্তরের শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন আজ শিক্ষাবিদ, সমাজ সংস্কারক বিদ্যাসাগরের জন্মদিন। স্বাধীনতার আগে বিদ্যাসাগরের অবদান বাংলা ভাষ , সংস্কৃতি ব্যাকরণ, মহিলাদের কল্যাণে বিশেষ উল্লেখযোগ্য। আবারও তিনি বলেন বিদ্যাসাগরের চরণে আমি ভক্তিপূর্বক প্রণাম জানাই।

এরপর অমিত শাহ বাংলায় অতিবৃষ্টি এবং তার জেরে মানুষের মৃত্যু প্রসঙ্গে বলেন। তিনি বলেন, প্রবল বর্ষায় দশজনের বেশি মানুষের জীবন গেছে। আমি সেই সমস্ত মানুষকে শ্রদ্ধাঞ্জলি জানাই এবং তাঁদের পরিবারকে সমবেদনা জানাই। এই দুর্গোৎসব শুভ হোক, বাংলাকে উচ্চতায় নিয়ে যাক। আমাদের নেতা নরেন্দ্র মোদী যে বিকশিত ভারতের স্বপ্ন দেখেছেন বাংলাও সেই পথে বিকশিত হোক। আরও একবার দুর্গা পূজার অভিনন্দন এবং শুভকামনা জানিয়ে বন্দেমাতরম বলে অমিত সাহা বক্তব্য শেষ করেন

সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষের পুজোতে এবারের থিম অপারেশন সিঁদুর ।পুরো মন্ডপ অমিত শাহকে ঘুরে দেখান সজল। এছাড়া কম্পিউটারে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে কিভাবে নিরপরাধ মানুষকে পহেলগ্রামে মারা হয়েছে এবং তার পরবর্তীতে অপারেশন সিন্দুর করে সেনাদের বীরত্ব অমিত শাহকে দেখানো হয়। এই পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন সজল ঘোষ, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য সহ বিজেপি নেতৃবৃন্দ।

Be the first to comment