রোজদিন ডেস্ক : অসমের সাকিনা বিবিকে হেফাজতে নিয়েছে বাংলাদেশের পুলিশ। এর ফলে তাঁর ভারতে ফেরার বিষয়টি আরও জটিল হল বলে মনে করা হচ্ছে। গত মে মাস থেকে তাঁর খোঁজ না পেয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন তাঁর পরিবার। অতি সম্প্রতি স্থানীয় মানুষ জনের আন্তরিক সহযোগিতায় তাঁর খোঁজ মেলায় খুশি হন তিনি ও তাঁর পরিবার। কিন্তু এই খবর সামনে আসা মাত্র সক্রিয় হয় বাংলাদেশের পুলিশ প্রশাসন। কাল দুপুরেই তাঁর আশ্রয়দাতার বাড়ি গিয়ে সাকিনা বিবিকে হেফাজতে নেয় পুলিশ। তাঁকে আদালতে পেশ করা হবে। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে ওই দেশে প্রবেশ, বসবাস ইত্যাদি অভিযোগ আনা হতে পারে। এর ফলে তাঁর ভারতে ফেরার বিষয় জটিল ও অনিশ্চিত হওয়ার সম্ভাবনা। পুলিশ নিয়ে যাওয়ার সময় সাকিনা বিবি কিছুতেই যেতে চাইছিলেন না, অঝোরে কাঁদছিলেন, তাঁর আশ্রয়দাতা পরিবারের ও চোখ শুকনো ছিল না, এক বিষাদময় পরিবেশে তাঁকে নিয়ে যায় পুলিশ।
এই খবরে অসমে সাকিনা বিবির পরিবারের সকলেই দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন। দীর্ঘ চার মাস পর মায়ের খোঁজ মেলায় তাঁকে ফিরে পাওয়ার যে উজ্জ্বল আশা হয়েছিল, এক লহমায় তা ম্লান হয়ে গেছে।
সুত্রের খবর, আদালত কি রায় দেয় তার ওপর নির্ভর করছে সাকিনা বিবির ভবিষ্যত। অসহায় এই দরিদ্র মহিলার কারাবাসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মানবাধিকার সংগঠনগুলি পাশে দাঁড়ালে, ভারত ও বাংলাদেশ সরকারের কুটনৈতিক স্তরের আদান-প্রদানই একমাত্র তাঁর দেশে ফেরার পথ সুগম করতে পারে। তবে সবই এখন অনিশ্চিত বলে মনে করেন তথ্যভিজ্ঞ মহল।

Be the first to comment