বাংলাদেশে স্বেচ্ছাসেবক দলের নেতা খুন

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটমুখি বাংলাদেশে খুন জখম অব্যাহত। বুধবার রাতে ঢাকায় স্বেচ্ছাসেবক দলের প্রাক্তন সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির-কে গুলি করে হত্যা করা হয়। ঢাকার নজরুল ইসলাম এভেনিউতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিরা মোটর সাইকেলে এসে দুজনকে গুলি করে উধাও হয়। বহুদিন ধরে তিনি ছাত্র দল ও বিএনপি রাজনীতিতে যুক্ত। আওয়ামী লিগ আমলে বেশ কয়েকবার তিনি গ্রেফতার হয়ে জেলেও যান বলে প্রকাশ। তাঁর সঙ্গে আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হয়ে আহত হন। ছাত্র নেতা মুছাব্বিরের মৃত্যু র খবরে ঢাকায় উত্তেজনা দেখা দেয়। রাতে তাঁর সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান,পরে সেনা বাহিনী অবরোধ তুলে দেয়।
বাংলাদেশে এখন সর্বত্রই প্রায় আতঙ্ক র পরিবেশ। মোটর সাইকেলে এসে কখন কাকে দুষ্কৃতিরা আক্রমণ করবে কেউ জানে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*