মৃত্যুর পরেও ভোটার লিস্টে ব্রাত্য বসুর বাবার নাম, তীব্র কটাক্ষ বিজেপির, পাল্টা তৃণমূল

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটার লিস্ট নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। বিজেপি-তৃণমূলের মধ্যে নতুন বিতর্কের সূত্রপাত হল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রয়াত বাবার নাম ঘিরে।

বিজেপির অভিযোগ, ১৯৯৯ সালে প্রয়াত প্রখ্যাত নাট্যকার বিষ্ণু বসুর নাম এখনও ২০২৪-২৫ সালের ভোটার তালিকায় রয়ে গিয়েছে। এই বিষয়টিকে হাতিয়ার করে সোমবার সল্টলেক থেকে সংবাদমাধ্যমের সামনে বিজেপি নেতা পীযূষ কানোরিয়া নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলেন।

বিজেপির দাবি, “একদিকে সরকার দাবি করছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা হচ্ছে, অন্যদিকে ২৫ বছর আগে প্রয়াত একজন নাগরিকের নাম আজও ভোটার তালিকায় রয়েছে। এটা প্রমাণ করে নির্বাচন কমিশনের কাজের মধ্যে গাফিলতি আছে।” বিজেপির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, মৃতদের নাম তালিকায় রাখা মানেই ভোটে কারচুপির সুযোগ তৈরি করা হচ্ছে।

বিজেপির এই অভিযোগে কার্যত ঝাঁজালো জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোমবার বলেন, “ব্রাত্য বসুর বাবা প্রয়াত হয়েছেন অনেক আগেই। তাঁর নামে তো কেউ ভোট দেয়নি। আর ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার দায়িত্ব একান্তই নির্বাচন কমিশনের।”

এদিকে সোমবার এক সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী স্পষ্ট দাবি করেন, “No SIR, No Election।” শুভেন্দুর কথায়, “যদি ভোটার তালিকা সঠিকভাবে সংশোধন না হয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ ন্যায্য ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। বিজেপি এটা বরদাস্ত করবে না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*