ফের আমেরিকায় ভারতীয় পড়ুয়া খুন

Spread the love

রোজদিন ডেস্ক : আমেরিকার টেক্সাসে দুষ্কৃতিদের গুলিতে প্রাণ হারালেন হায়দ্রাবাদের যুবক চন্দ্র শেখর পোল। এই মর্মান্তিক ঘটনা খবরে তাঁর পরিবারে এখন শুধু হাহাকার। এখানে ডেন্টাল সার্জারি (বিডিএস) পাশ করে উচ্চতর শিক্ষা লাভের জন্য তিনি ডালাস যান। সেখানে একটি গ্যাস স্টেশন-এ আংশিক সময়ের কর্মী ছিলেন। দলিত পরিবারের উচ্চশিক্ষিত এই যুবকের মর্মান্তিক হত্যার ঘটনায়  হায়দ্রাবাদের এলবি নগরেও শোকের ছায়া।

কেন এই নিরীহ যুবককে হত্যা করা হল তা নিয়ে অন্ধকারে তাঁর শোকার্ত পরিবার পরিজনরা।

তেলেঙ্গানার প্রাক্তন মন্ত্রী তথা বিআরএস নেতা হরিশ রাও থান্নেরু  নিহত দলিত যুবকের বাড়ি গিয়ে শোক সন্তপ্ত পরিজনের সঙ্গে দেখা করেন। তাঁর  মরদেহ যত শীঘ্র সম্ভব দেশে ফেরানোর ব্যবস্থা নিতে তাঁরা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে আর্জি জানিয়েছেন।

দন্তচিকিৎসায় উত্তীর্ণ হলেও নিহত চন্দ্রশেখর পোল এই দেশে একাধিক তথ্য প্রযুক্তি কেন্দ্রে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন বলে জানা গেছে।

গত মাসেও ডালাসে ভারতীয় বংশোদ্ভূত মোটেল ম্যানেজার নাগ মাল্যকে ওখানকার এক কর্মী পরিবারের সামনে নৃশংসভাবে হত্যা করে। তিনিও দক্ষিণ ভারত থেকে ওই দেশে গেছিলেন। এই সব  ঘটনায় আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা আতংকিত।

পুলিশ চন্দ্রশেখরের আততায়ীদের খোঁজে তল্লাসি চালাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*