রোজদিন ডেস্ক : দার্জিলিং পাহাড়ে মহাত্মা গান্ধী-সহ একাধিক মনীষীর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে বিশেষ শতাব্দী যাত্রা হবে টয় ট্রেনে। আগামী কাল ৫ অক্টোবর দার্জিলিং স্টেশন থেকে শুরু হবে এই যাত্রা। আগামী ৯ নভেম্বর শিলিগুড়ি টাউন স্টেশনে তা শেষ হবে। দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ এই যাত্রার উদ্যোক্তা। এই সূত্রে প্রকাশ, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষ বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, ভগিনী নিবেদিতা সহ বহু মনীষি বিভিন্ন সময় পাহাড়ে গেছেন, থেকেছেন। স্বাধীনতা পূর্ব সেই আমলে সকলেই টয় ট্রেনের সওয়ারি হয়েছেন।
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সঙ্গে দেখা করতে মহাত্মা গান্ধী ১০০ বছর আগে এই টয় ট্রেনে পাহাড়ে গেছিলেন, স্বাধীনতা আন্দোলন নিয়ে দুই নেতার আলোচনা এখন ইতিহাস। সেই ইতিহাস তুলে ধরতে টয় ট্রেনের এই অভিনব প্রয়াস। আগামী কাল সকাল ৮টা থেকে এই বিশেষ যাত্রা শুরু হবে বলে জানা যায়।

Be the first to comment