রোজদিন ডেস্ক : দুর্গাপুরে মেডিকেল ছাত্রীর গণধর্ষণের ঘটনায় তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আজ উত্তরবঙ্গ যাওয়ার আগে এই ঘটনার নিন্দা করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন তিনি। সঙ্গে প্রশ্ন তুলেছিলেন অত রাতে ছাত্রী হোস্টেলের বাইরে কেন?? কলেজ কর্তৃপক্ষরও এই সব বিষয়-এ দায়িত্ব আছে বলে মন্তব্য করেছিলেন। জানিয়েছিলেন, অন্য রাজ্যের ছেলে মেয়েরা যেখানে পড়তে আসে, রাতে না বেরোনোই ভাল। পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে পাহারা দিতে পারে না!
মুখ্যমন্ত্রীর এই সব বক্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ার সঙ্গে বিরোধী শিবিরগুলি থেকে তুমুল সমালোচনা ধেয়ে আসে।
উত্তরবঙ্গ পৌঁছে দৃশ্যত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানিয়ে দেন তাঁর কথা বিকৃত করা হয়েছে। তিনি এই সব রাজনীতির বিরোধী।
দলের সাংসদ সাগরিকা ঘোষ সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃত করার অভিযোগ করেন।
অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, লকেট চ্যাটার্জি প্রমুখ মুখ্যমন্ত্রীর মন্তব্যর তীব্র নিন্দা করেন।
বামফ্রন্ট সভাপতি বিমান বসু বলেন, ধর্ষণের মত নিন্দনীয় ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। অপরাধীরা বেপরোয়া হয়ে যাচ্ছে।
নির্যাতিতাকে আর এখানে রাখার ইচ্ছা নেই বলে জানান তাঁর পিতা।

Be the first to comment