RSS-এর নির্যাতন, কেরলে তরুণ আত্মঘাতী

Spread the love

রোজদিন ডেস্ক : বামশাসিত কেরলে RSS-এর নির্যাতনে আত্মঘাতী হয়েছেন তরুণ অনন্তু আজি। আত্মহননের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সমাজমাধ্যমে তিনি নিজেই তাঁর ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। শিশুকাল থেকে আরএসএসে যাতায়াত ছিল তাঁর। তরুণ এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের অভিযোগ, শৈশব থেকে এই সংগঠনের  একাধিক ব্যক্তির লাগাতার যৌন হেনস্থার শিকার হয়েছেন তিনি। শারীরিক মানসিকভাবে বিধ্বস্ত এই তরুণ বেশ কিছু দিন ধরে হতাশা ও অবসাদের ওষুধ ও খাচ্ছিলেন। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা সত্বেও এই ভয়ংকর নির্যাতনের অভিজ্ঞতা তাঁকে ক্রমেই  বিপর্যস্ত করে তুলেছিল। শেষ অবধি তিনি আত্মহত্যার চরম পথ বেছে নেন। সমাজ মাধ্যমে এই সংগঠন নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন। জানান নিজের জীবন যন্ত্রণার কথা। আরএসএস নিয়ে সতর্ক করেন অন্যদেরও। তাঁর এই যন্ত্রণার ইতিহাস পোস্ট করেছেন প্রদেশ কংগ্রেস।

আগামী বছর কেরল বিধানসভার নির্বাচনের আগে এই মর্মান্তিক ঘটনায় অস্বস্তিতে গেরুয়া শিবির।

মুখে কুলুপ এঁটেছেন হিন্দুত্ববাদীরা। ঘটনার তদন্ত চলছে বলে প্রকাশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*