রোজদিন ডেস্ক : রুজির খোঁজে কর্ণাটকে গেছিলেন তাঁরা। সেখানে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের আগুনে ঝলসে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন মুর্শিদাবাদের সাতজন পরিযায়ী শ্রমিক।
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উদ্যোগে আজ মৃত পাঁচজনের দেহ এখানে ফেরে। মর্মন্তুদ এই ঘটনায় গোটা এলাকায় এখন গভীর শোকের ছায়া। নিহত বাকি দুজনের দেহ ফেরানোরও চেষ্টা করছেন অধীর চৌধুরী। মর্মান্তিক এই ঘটনায় অধীর বাবু নিজেও ব্যথিত। এর আগেও অন্য রাজ্যে রুজির খোঁজে গিয়ে একাধিক পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হয়েছে। মর্মাহত অধীর চৌধুরীর কথায়, কবে যে এই মৃত্যু মিছিল বন্ধ হবে!!
কর্ণাটকে অগ্নিদগ্ধ পরিযায়ী শ্রমিকদের খবর পেয়েই তাঁদের চিকিৎসা ব্যবস্থা নিয়েও তৎপর ছিলেন তিনি। সমানে যোগাযোগ রেখে গেছেন। এখানে তাঁদের আনার ব্যবস্থাও করেছেন তিনি।

Be the first to comment