নাইটহুড উপাধিতে ভূষিত হলেন ডেভিড বেকহ্যাম

Spread the love

রোজদিন ডেস্ক : ফুটবলে বর্ণময় কেরিয়ার এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে অবদানের জন্য নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়েছে বিখ্যাত ফুটবলার ডেভিড বেকহ্যামকে। শনিবার আনুষ্ঠানিক ভাবে তৃতীয় কিং চার্লসের অনার্স লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে বেকহ্যামকে। ২০০৫ সাল থেকে UNICEF-এর অ্যাম্বাসাডর বেকহ্যাম। ২০০৩ সালে অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ারের (OBE) সঙ্গে যুক্ত হন। ২০২৪ সাল থেকে কিং চার্লসের চ্যারিটি ‘দ্য কিং’স ফাউন্ডেশন’-এর অংশ হন।
এই সম্মান পাওয়ার পর বেকহ্যাম বলেন, ‘মাঠের বাইরেও বিশ্বজুড়ে ব্রিটেনের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করার ও সমাজের অনেক স্তরের মানুষকে সাহায্য করার এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করছি। এই সম্মান পেয়ে আমি গর্বিত। পরিবারের সদস্যরাও খুবই আবেগ প্রবণ হয়ে পড়েছেন।’
প্রসঙ্গত, এর আগেও নাইটহুড উপাধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল বেকহ্যামের। ২০১২ সালে অলিম্পিক আয়োজিত হয়েছিল লন্ডনে। এটার পিছনে অনেকটাই অবদান ছিল বেকহ্যামের। তবে কিছু জটিলতার কারণে তখন এই সম্মান পাননি বেকহ্যাম। এখন ক্রীড়াজগতের একজন আইকন হয়ে উঠেছেন তিনি। আগে এই সম্মান পেয়েছেন অ্যালেক্স ফার্গুসন এবং অ্যান্ডি মারে। সেই তালিকায় নাম জুড়ল বেকহ্যামের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*