গাজায় শান্তি নিয়ে মিশরের বৈঠকে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ট্রাম্পের!

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ বিরতি  করেছে ইজরায়েল ও প্যালেস্টাইন। দু-বছর ধরে চলা এই অসম যুদ্ধে কার্যত ধ্বংস স্তুপে পরিণত হয়েছে  প্যালেস্টাইন। ইস্রায়েলের অত্যাধুনিক অস্ত্রশস্ত্রর আক্রমণে গাজা এখন শ্মশান পুরী। তবু ইজরায়েলের যুদ্ধ বিরতিতে খুশি গাজার আমজনতা।

অন্যদিকে নোবেল শান্তি পুরস্কার না মিললেও মধ্য প্রাচ্যে স্থায়ী শান্তি ফেরাতে উদ্যোগ নিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এই লক্ষ্যে আগামী কাল মিশরে অনুষ্ঠিত বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।  সরকারি সুত্রে প্রকাশ, আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প ও মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসি এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বৈঠকে উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্রাম্প আমন্ত্রণ জানালেও তিনি এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে জানা গেছে।  ভারতের পক্ষে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং ওই বৈঠকে উপস্থিত থাকবেন।

সূত্রের খবর, গতকাল শেষ মুহূর্তে এই আমন্ত্রণ আসে। আগামী কাল মিশরের শরম এল শেখ শহরে এই বৈঠকে রাষ্ট্র সংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ব্রিটেন, ইতালি, স্পেনের  প্রধানমন্ত্রী কে স্টারমার, জর্জিয়া মেলোনি, পেড্রো সাঞ্চেজ, তুরস্ক, ফ্রান্সের রাষ্ট্রপতি এরদোগান, ইমানুয়েল মাঁকর-সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন।

তবে গাজায় লাগাতার আক্রমণ শানিয়ে সারা বিশ্বে সমালোচনার মুখে পড়া ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিশ্বের তারকা সমন্বিত এই মহা বৈঠকে উপস্থিত থাকবেন কিনা এখনও পরিস্কার নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*