উপ রাষ্ট্রপতি নির্বাচনে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ও গোয়ার প্রথম লোকাযুক্ত বি সুদর্শন রেড্ডিকে প্রার্থী হিসাবে বেছে নিল ইন্ডিয়া জোট। ৯ সেপ্টেম্বর রয়েছে উপ রাষ্ট্রপতি নির্বাচন। তাঁর বিপক্ষে থাকছেন NDA প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল তথা বিজেপির বর্ষীয়ান সিপি রাধাকৃষ্ণণ।
তৎকালীন অন্ধ্রপ্রদেশের রাঙ্গারেড্ডি জেলায় জন্মগ্রহণকারী সুদর্শন রেড্ডি ১৯৭১ সালে একজন আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে প্র্যাক্টিস করতেন। ১৯৯৫ সালে তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং ২০০৫ সালে গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হন। বিশিষ্ট এই আইনবিদ ২০০৭ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন এবং ২০১১ সালের জুলাই মাসে অবসর গ্রহণ করেন। এরপর, তিনি গোয়ার প্রথম লোকায়ুক্ত হিসেবেও দায়িত্ব পালন করেন। বিরোধী শিবিরের এই সিদ্ধান্তের কথা এদিন ঘোষণা করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ব্লকের সকল দলের কাছে গ্রহণযোগ্য নামগুলি নিয়ে বেশ কয়েক দফা আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, প্রাক্তন ISRO বিজ্ঞানী মাইলস্বামী আন্নাদুরাই, মহাত্মা গান্ধীর প্রপৌত্র এবং লেখক তুষার গান্ধী ও প্রাক্তন ISRO বিজ্ঞানী মাইলস্বামী আন্নাদুরাইয়ের নাম নিয়েও আলোচনায় হয় বিরোধী শিবিরে।

Be the first to comment