“জনগণই প্রত্যুত্তর দেবে, আমরা মানহানির মামলা করবো”, আইপ্যাক অফিস থেকে বেরিয়ে যাওয়ার আগে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : বিকেল নাগাদ আইপ্যাকের দফতরে প্রতীক পৌঁছোলে প্রায় পৌনে চার ঘণ্টার পর সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। যাওয়ার আগে সাফ জানিয়ে দেন, এই আক্রমণের প্রত্যুত্তর জনগণ দেবে। আমরা মানহানির মামলা করব। চার ঘণ্টা পর অবশেষে প্রতীক জৈন ঢুকতেই আইপ্যাকের সেক্টর ফাইভের অফিস থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ইডির ফরেন্সিক টিম যে কাজ করেছে সেটা নিয়ে এফআইআর হবে। গাড়িতে যে কাগজ রাখা হয়েছে সেগুলো আমাদের দলের কাগজ। আমাদের আর্থিক লেনদেন সংক্রান্ত নথি নিয়েছে, বিজেপির তো কাউকে ধরে না। যত সিট আপনাদের পাওয়ার কথা ছিল, এর পর তো আপনারা শূন্য হয়ে যাবেন। আমাদের নির্বাচনের যাবতীয় কৌশলগত নথি ছিনিয়ে নিয়েছে। বাংলার উপর যে হামলা ওরা করেছে এর উত্তর জনগণ দেবে বলে, আমি বিশ্বাস করি। আমরা সবসময় সত্য অনুসন্ধান করতে দেব। পরিস্থিতির উপর নজর রাখছি। আইপ্যাকের অফিস থেকে কী কী নথি লুট হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ইডির বিরুদ্ধে এফআইআরও করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*