রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ হাওড়ার সাঁকরাইলের আলমপুরে একটি পিচ তৈরির কারখানায় আচমকাই আগুন লাগে। ওই কারখানায় দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। কিন্তু আগুনের তীব্রতার জেরে তা নেভাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে দমকলের কর্মীদের।
ঠিক কী কারণে আগুন লাগল, তা জানা যায়নি। কাজের দিন হওয়ায় কারখানায় কেউ আটকে রয়েছে কি না সে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়দের একাংশ। যেভাবে আগুনের তীব্রতা বাড়ছে তাতে এখনই কিছু জানাতে পারছেন না দমকল কর্মীরা।

Be the first to comment