রোজদিন ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। রবিবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দলের তরফে জানানো হয়েছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই তাঁকে ভর্তি করা হয়েছে।
৭৮ বছর বয়সি নবীন পট্টনায়েক বহু বছর ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন। সূত্রের খবর, শনিবার রাতেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। ব্যক্তিগত চিকিৎসকের প্রাথমিক চিকিৎসার পর পরামর্শ অনুযায়ী রবিবার বিকেল ৫টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঠিক কী কারণে ভর্তি করতে হল, তা স্পষ্টভাবে জানা যায়নি।উল্লেখ্য, এর আগে গত ২২ জুন মুম্বইয়ের একটি হাসপাতালে সার্ভিকাল আর্থ্রাইটিসজনিত কারণে তাঁর মেরুদণ্ডের অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচারের পর ১২ জুলাই তিনি ওড়িশায় ফিরে আসেন।

Be the first to comment