আরএসএস এর শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন ষড়যন্ত্রের শিকার হয়েছিল আরএসএস।
আরএসএস এর শতবর্ষে বিশেষ কয়েন ও ডাকটিকিটের উদ্বোধন হলো। দিল্লির পাশাপাশি নাগপুরে অনুষ্ঠিত হচ্ছে শতবর্ষ অনুষ্ঠান।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে চওড়া হাসি। উৎসবের দিনে পকেট গরম হতে চলেছে। তিন শতাংশ মহার্ঘভাতা বাড়ালো কেন্দ্র সরকার ।অর্থাৎ রাজ্যের সঙ্গে ডিএর ফারাক হল ৪০ শতাংশ। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদিত হয়। কর্মীদের ডি এ বেড়ে হল ৫৮ শতাংশ। এই নিয়ে চলতি অর্থবর্ষে দুবার ডি এ বাড়লো। গতকালের মতো আজও কন্যা আজানিয়াকে নিয়ে পূজা মন্ডপ ঘুরতে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজও তার পরনে কালো পোশাক মেয়ের হলুদ রঙের চুরিদার। আজ গেলি চালতা বাগানের পুজোয় উত্তর কলকাতার এই পুজোয় থিম হল আমি বাংলায় বলছি। আমি বাংলায় কথা বলি। অতএব অভিষেকের মণ্ডপ চয়নে বাঙালি অস্মিতা ও বাংলা ভাষার প্রতি আনুগত্য ও ভালোবাসা প্রকাশ পায়।
আজ শ্রীভূমির পূজায় উপস্থিত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে এক ফ্রেমে দেখা গেল মহারাজকে ।পরনে কালো পাঞ্জাবি।
আজ মহানবমী মন্ডপে মন্ডপে হোম, কুমারী পুজো ।রাত পোহালেই মা চলে যাবেন।
বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে নিষ্ঠা সহকারে হলো কুমারী পুজো।
এ আই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কথা এখন প্রায় সবাই জানে। জগত মুখার্জি পার্কের পূজায় ভূমিকা হল থিম।
নবমীতে মায়ের আরাধনা করে সকলকে শুভেচ্ছা জানালেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।
নবমীতে মায়ের অর্চনা কোরে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানালেন রবার ভদ্র
মহা নবমীর শুভেচ্ছা জানালেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব
জেলা কলকাতার বারোয়ারী পুজো গুলোর পাশাপাশি বাড়ির পুজো টেক্কা দিচ্ছে একে অপরকে, বিশেষ করে আবাসনের পুজো গুলি তো দেখার মত। নরেন্দ্রপুরের সুগম পার্কের আবাসন এর অপরূপ কারুকার্যমণ্ডিত মণ্ডপ এবং মাতৃ প্রতিমা ও নজর কাড়া।
হাওড়ার রামরাজাতলার হাটপুকুর এইচআইটি রোডের শরণ্যা মহিলা মহলের পুজো, সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই পুজো সাত বছরে পা রেখেছে। আচারে ভক্তিতে মা পূজিতা হন এখানে।
নিউটাউন এর আকাঙ্ক্ষা ও হাইল্যান্ড পার্ক দুটি আবাসনেই নিষ্ঠা সহকারে দুর্গাপুজো হয়। পুজোর দিনগুলিতে একসঙ্গে খাওয়া দাওয়া হয় ।সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় যথেষ্ট সমৃদ্ধ ।নাচ গান কবিতা নাটকে মুখরিত থাকে আবাসন প্রাঙ্গণ।
উৎসবমুখর বাংলায় ধেয়ে আসছে দুর্যোগ ।নিউটাউন এলাকায় বৃষ্টি ঝড়ো হাওয়া । শাপুরজি আবাসনের কাছে ভাঙলো গেট আকাশ কালো করে ঝড় বৃষ্টি এসে ভেঙে দেয় গেট।
দশমীর কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে এখন থেকেই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। নবমীতে বিকেলবেলায় হল বিক্ষিপ্ত বৃষ্টি।

Be the first to comment