রোজদিন ডেস্ক : উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দশেরা, দেওয়ালির উপহার!! আজ কেন্দ্রীয় মন্ত্রী সভা তাঁদের জন্য ৩% হারে মহার্ঘ ভাতা (DA) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পেনসনভোগীরাও এই সুবিধা পাবেন। এর ফলে কেন্দ্রীয় কর্মীদের DA ৫৫% থেকে বৃদ্ধি পেয়ে ৫৮% হচ্ছে। পয়লা জুলাই থেকে এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন তাঁরা। চলতি মাসের বেতনের সঙ্গে তা মিলবে বলে সরকারি সুত্রে জানা যায়। আগামী কাল দেশ জুড়ে দশেরা উৎসব পালিত হবে। আর কয়েকদিন পর আসছে দেওয়ালি। আলোর উৎসবের আগেই কেন্দ্রীয় কর্মী ও পেনসনভোগী দের মনে ও আনন্দের ফুলঝুরি।
অন্যদিকে এই ঘোষণা য় রাজ্য সরকারি কর্মী দের মনে আরও আঁধার ঘনিয়েছে। দীর্ঘ দিন ধরে সরকারের সংগে ডি এ নিয়ে আইনি লড়াই চলছে তাঁদের। ফয়সালা এখন ও দূর অস্ত।
সরকারি সুত্রে প্রকাশ, সপ্তম পে কমিশনের আওতায় কেন্দ্রীয় কর্মীদের এটিই শেষ DA প্রাপ্তি। আগামী বছর জানুয়ারি মাস থেকে তাঁদের অষ্টম পে কমিশন অনুযায়ী বেতনক্রম চালু হওয়ার কথা।
সাধারণত বছরে দু বার জানুয়ারি ও জুলাই মাসে কেন্দ্রীয় কর্মীদের DA সংশোধন হয় । এই নিয়ে চলতি বছর দ্বিতীয় বার তাঁরা এই বর্ধিত হারে DA পাবেন। এর ফলে ৪৮ লক্ষ কর্মী ও ৬৮ লক্ষ পেনসনভোগী উপকৃত হবেন।
আগামী বছর রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন রাজ্য সরকারও ভাল হারে DA দেবেন বলে রাজনৈতিক মহল মনে করেন।
এখন কেদ্রের সঙ্গে রাজ্য সরকারি ডিএ-র ফারাক অনেকটাই।

Be the first to comment