রোজদিন ডেস্ক : উৎসবের মধ্যেই নিজের আবাসনে আক্রান্ত হলেন কলকাতা পুলিশের এস আই। দুষ্কৃতিরা তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করেছে বলেও অভিযোগ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত এক রেস্তোরাঁ মালিক সহ চার জনকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, হাওড়ার চ্যাটার্জি হাটের এক আবাসনে কলকাতা পুলিশের এস আই অমিত কুমার সিং সস্ত্রীক থাকেন। ওই আবাসনের নিচের একটি ফ্ল্যাটে রেস্তোরাঁ মালিক মানস রায় দশ জন কর্মীকে রেখেছেন। অমিত কুমার সিং ওই কর্মীদের আধার কার্ড আবাসন কমিটির কাছে জমা দিতে বলা নিয়ে গোলমালের সূত্রপাত। রেস্তোরাঁ মালিক তা দিতে অস্বীকার করায় শ্রী সিং এর সঙ্গে বচসা বাধে। কাল কাকভোরে অভিযুক্ত রেস্তোরাঁ মালিক দলবল নিয়ে এস আই এর ওপর চড়াও হয়। যথেচ্ছ লাঠি, হকি স্টিক ইত্যাদি দিয়ে বেধড়ক মারধর করে তাঁকে। তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করা হয়েছে বলেও গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্তম্ভিত স্থানীয় মানুষ। আতংকিত আবাসনের বাসিন্দারা। প্রশ্ন উঠেছে, কলকাতা পুলিশের এস আই যদি এই ভাবে আক্রান্ত হন, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়!!
পুলিশ অভিযুক্ত রেস্তোরাঁ মালিক সহ চার জনকে গ্রেফতার করেছে। পুরো বিষয় খতিয়ে দেখছে তারা। বিষয়টি নিয়ে পুলিশ মহলও অস্বস্তিতে বলে জানা যায়।
রাজ্যের বিভিন্ন এলাকায় পুলিশকে হেনস্থা, আক্রমণের ঘটনা অবশ্য নতুন না। কিন্তু কলকাতার কাছে হাওড়ায় আবাসনে প্রবেশ করে এই ভাবে সস্ত্রীক পুলিশ আধিকারিককে আক্রমণ নতুন মাত্রা যোগ করেছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment