নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর : আই-প্যাকের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হানাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল নদিয়ায়। বৃহস্পতিবার এই ঘটনার তীব্র প্রতিবাদে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে পথসভা করে তৃণমূল কংগ্রেস। সভায় দলীয় নেতৃত্বের পাশাপাশি তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দলীয় সূত্রে খবর, এদিন সকালেই আই-প্যাকের অফিসে ইডির প্রবেশ নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিরোধী কণ্ঠ রোধ করার চেষ্টা করছে বিজেপি। সেই অভিযোগকে সামনে রেখেই দুপুরের দিকে কৃষ্ণনগর শহরের অন্যতম ব্যস্ত এলাকা পোস্ট অফিস মোড়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

পথসভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতারা। বক্তারা বলেন, “রাজনৈতিকভাবে লড়াইয়ে পেরে না উঠে বিজেপি এখন ইডি-সিবিআইকে সামনে রেখে ভয় দেখানোর রাজনীতি করছে। আই-প্যাকের মতো একটি পেশাদার সংস্থার অফিসে হানা তারই প্রমাণ।” তাঁদের দাবি, এই ধরনের পদক্ষেপ গণতন্ত্রের পরিপন্থী এবং এর বিরুদ্ধে মানুষকে পথে নামতেই হবে।
সভায় তৃণমূল কংগ্রেসের যুব, ছাত্র, মহিলা ও সংখ্যালঘু শাখার প্রতিনিধিরা অংশ নেন। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান ওঠে। গোটা এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলেও প্রভাব পড়ে, যদিও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতৃত্ব আরও বলেন, “এই রাজ্যে উন্নয়ন আর জনসংযোগের রাজনীতিকে ভয় পেয়ে বিজেপি প্রতিহিংসার পথে হাঁটছে। কিন্তু এই রাজ্যের মানুষ ভয় পায় না। যত চাপ বাড়বে, প্রতিবাদ তত জোরদার হবে।”
পথসভা শেষে শান্তিপূর্ণভাবেই কর্মসূচি শেষ হয়। তবে রাজনৈতিক মহলের মতে, আই-প্যাক অফিসে ইডির হানা এবং তার জেরে এই প্রতিবাদ আগামী দিনে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়াতে পারে।

Be the first to comment