রোজদিন ডেস্ক : প্রবল বৃষ্টি, ঝড়, দুর্যোগে কলকাতা, রাজ্যকে ভাসিয়ে এবার বিদায় নিয়েছে বর্ষা। আবহাওয়া দফতর সূত্রে প্রকাশ, গতকাল আনুষ্ঠানিক ভাবে বর্ষা বিদায় নিয়েছে। সাধারণত অক্টোবরের প্রথম দশ দিনের মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায় নেয়, এবার তিন দিন দেরি হয়েছে। সাধারণ ভাবে দক্ষিণ বঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি বেশি হয়। এবার প্রকৃতির খেয়ালে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে এবার ১৬% কম বৃষ্টি হয়েছে, দক্ষিণবঙ্গে তা ৮% বেশি। পুজোর আগে পরে বৃষ্টিতে নাজেহাল হয়েছে কলকাতাও। শুধু এই রাজ্য না, আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিয়েছে বিহার, মধ্য প্রদেশ, ছত্তিসগড় ইত্যাদি রাজ্য থেকেও।
এবার রাজ্যেও আবহাওয়া শুষ্ক হতে শুরু করেছে, বাতাসে এখন হেমন্ত শীতের পদধ্বনি।
বর্ষা বিদায় নেওয়ায় সমাজ মাধ্যমেও এখন মিম, বার্তার ছড়াছড়ি। প্রতিদিনের সুপ্রভাত বার্তায় বর্ষা বিদায়ের ছবিতেও সবার মুখে হাসি।

Be the first to comment