রোজদিন ডেস্ক : দুর্গাপুরে নির্যাতিতা মেডিকেল ছাত্রীকে সবরকম সহযোগিতার আশ্বাস দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। গতকাল তিনি সরাসরি নির্যাতিতা, তাঁর মায়ের সঙ্গে কথা বলেন। জানান, ওড়িশা সরকার তাঁদের পাশে আছে। তাঁকে ধৈর্য না হারাতে বলেন তিনি।
কলেজের ঢিলছোঁড়া দূরত্বে গণধর্ষণের শিকার হয়ে শারীরিক মানসিক ভাবে বিধ্বস্ত ছাত্রী নিজের রাজ্য ওড়িশার কোন মেডিকেল কলেজে পড়ার সুযোগ দিতে মোহন চরণ মাঝিকে তিনি অনুরোধ করেন বলে প্রকাশ। মুখ্যমন্ত্রী তাঁকে জানান, এই বিষয়ে তিনি খোঁজ খবর নেবেন। পড়ুয়া এখানে বেসরকারি মেডিকেল কলেজে পড়েন। ওড়িশায় কিভাবে তাঁর মেডিকেল পড়ার ব্যবস্থা করা যায়, তিনি খতিয়ে দেখবেন। তাঁর চিকিৎসা, পড়াশোনা ইত্যাদি সব বিষয়ে সহযোগিতার কথা বলেন। এই নারকীয় ঘটনায় দোষী দের দ্রুত শাস্তি দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। এখানকার রাজ্যপাল সি ভি আনন্দের সঙ্গে তাঁদের কথা হয়েছে কিনা জানতে চান। আজ ওড়িশা সরকার সুত্রে এই সব খবর জানা যায়।
ওড়িশা মহিলা কমিশন প্রধান শোভনা মোহান্তি-সহ তিন সদস্যর এক প্রতিনিধি দলও দুর্গাপুরে চিকিৎসাধীন ছাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন। জানান নির্যাতিতার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। মেয়েদের রাতে না বেরোনো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যরও তীব্র বিরোধিতা করেন তাঁরা।

Be the first to comment