পাহাড়ে দুর্যোগে ক্ষতি প্রায় হাজার কোটি টাকার

Spread the love

রোজদিন ডেস্ক : উত্তরবঙ্গের চলতি মাসের প্রাকৃতিক দুর্যোগে দার্জিলিং পাহাড়ে প্রায় এক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড় সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আজ জিটিএ এই সম্পর্কে রিপোর্ট দেবে বলে জানা যায়। গতকাল জিটিএ প্রধান অনীত থাপা পাহাড়ের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। সূত্রের খবর, সব মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ৯৫০ কোটি টাকা। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জোড়বাংলো সুখিয়াপোখরি এলাকা। আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে সরেজমিনে যাচ্ছেন। দার্জিলিং, কার্সিয়ং, মিরিক পুরসভার ৫টি ব্লক খুবই ক্ষতিগ্রস্ত। দুর্যোগে মৃতের সংখ্যা ২৪ জন। পর্যটন তাবাকোশির একাংশ নিশ্চিহ্ন হয়ে গেছে।
পাহাড়ের বহু চা বাগান, কমলা বাগান, রাস্তা, সেতু, ঘর বাড়ি, হোম স্টে, সিংকোনা বাগান ইত্যাদি তছনছ হয়ে গেছে।
এই সব নিয়ে ১১ জনের কমিটি গঠন করেছে জিটিএ। সেখানে বিরোধী পক্ষের অজয় এডওয়ার্ড, বিনয় তামাং প্রমুখ আছেন বলে জিটিএ সুত্রে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*