বিহার নির্বাচন, নীতিশকুমারের বাড়ি সামনে ধর্ণা, বিক্ষোভ

Spread the love

রোজদিন ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনে মনোনয়ন পাওয়া নিয়ে শাসক জেডিইউ-তে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে। পাটনায় মুখ্যমন্ত্রী নীতিশকুমারের বাড়ি কার্যত ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন দলীয় কর্মী সমর্থকেরা। ধর্ণায় বসেছেন প্রাক্তন বিধায়ক গোপাল মন্ডল। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পুলিশ, নিরাপত্তারক্ষীতে ছয়লাপ করেও বিক্ষোভ অব্যাহত। কুরথা, নবিনগর দ্বারভাঙ্গা ইত্যাদি এলাকা থেকেও বহু জেডিইউ সমর্থকেরা এসে বিক্ষোভে যোগ দিচ্ছেন। ধর্ণায় বসে থাকা গোপাল মন্ডল হুশিয়ারি দিয়েছেন, নীতিশকুমার এসে দেখা না করা অবধি তিনি উঠবেন না। পুলিশ ইচ্ছা করলে লাঠি চালাক।

দলের ভাগলপুরের সাংসদ অজয় মণ্ডল পদত্যাগ করার হুশিয়ারি দিয়ে নীতিশকুমারকে চিঠি দিয়েছেন বলে প্রকাশ। তাঁর এলাকায় মনোনয়ন দেওয়া নিয়েও ক্ষুব্ধ তিনি।

প্রসঙ্গত, আগামী ৬ ও ১১ নভেম্বর বিহার বিধানসভার গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

২৪৩টি আসনের বিধান সভায় বিজেপি ১০১টি আসনে লড়বে। জেডিইউ ও সমসংখ্যক আসনে লড়ার কথা। ২৯টিতে প্রার্থী দিচ্ছে চিরাগ পাশোয়ানের দল। এনডিএ-র অন্য শরিকদের ৬টি করে আসন দেওয়া হচ্ছে।

অন্যদিকে বিরোধী মহাগটবন্ধনের শরিকদের মধ্যেও আসন রফা এখনও চূড়ান্ত হয়নি। কংগ্রেস ও আরজেডি-র টানাপোড়েনও অব্যাহত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*