রোজদিন ডেস্ক : পুজোয় মাতোয়ারা ত্রিপুরার ধর্মনগরে জেল থেকে এক বাংলাদেশী-সহ ছয় জন বন্দি পলাতক। সূত্রের খবর গতকাল ভোরে ছয় বন্দি প্রহরারত কারারক্ষীকে মারধর করে পালিয়ে যায়। তাদের মধ্যে একজন বাংলাদেশীও আছেন। নারায়ন দত্ত নামের এই ব্যক্তি ভূয়ো নথি দিয়ে থাকার অভিযোগে ধরা পড়েছিলেন। খবর পেয়ে পুলিশ ও পদস্থ আধিকারিকরা ঘটনা স্থলে যান। সর্বত্র সতর্কতা জারি করা হয়। আবদুল পাট্টা নামে এক পলাতক গাড়ি ভাড়া করে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, তাকে পুলিশ গ্রেফতার করেছে। পাঁচ জন এখনও পলাতক।

Be the first to comment