দশে দশ

Spread the love
  1. আজ ২ অক্টোবর, গান্ধীজয়ন্তী। জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে রাজঘাটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
  2. গান্ধীজির জন্মদিনে সমাজ মাধ্যমে রাহুল গান্ধী লেখেন সত্য অহিংসা ও সম্প্রীতির নীতিতে ভারতকে এক করা বাপুর আদর্শ। আমাদের ঘৃণার সামনে  শান্তি, ভ্রাতৃত্ব, সত্য ও মানবতার পথে চলতে অনুপ্রাণিত করবে। আজ লালবাহাদুর শাস্ত্রীর জন্মজয়ন্তী। জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানান রাহুল গান্ধী।
  3. আজ বিজয়া দশমী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সমাজমাধ্যমে সমগ্র দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানান। বলেন, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে ন্যায় ও সত্যের বিজয়ের এই উৎসব অহংকার ধ্বংস করে, সকলের জীবনে বয়ে আনুক সম্প্রীতি ও সমবেদনা।
  4. বিজয়া দশমী তে সবাইকে শুভেচ্ছা জানান প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। রবার্ট ভদ্রও বিজয় দশমীর শুভকামনা জানান।
  5. তৃণমূল সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে বিজয়া দশমী ও দাশেরার শুভেচ্ছা জানান।
  6. আজ বিজয়া দশমী। উমার পিত্রালয় থেকে কৈলাসে শ্বশুর বাড়ি যাওয়ার পালা। শুভ বিজয়া বলে মিষ্টিমুখ, কোলাকুলি করি আমরা। কিন্তু মনে বিষাদ, আবার এক বছরের অপেক্ষা।
  7. সুতো কেটে সিঁদুর খেলে অপরাজিতা পুজো করে আজ মায়ের নিরঞ্জন। দর্পণে শেষবারের মতো মাকে দেখা। বনেদি বাড়িতে আগে নীলকন্ঠ ওড়ানো হতো, শিবের কাছে উমা ফেরার বার্তা নিয়ে যেত এই পাখি। এখন সেটি আগের তুলনায় কম হয়। কারণ আইনি নিষেধ থাকায় অনেক জায়গায় জ্যান্ত নীলকন্ঠের জায়গায় মাটির নীলকন্ঠ তৈরি করা হয়।
  8. নবমীর রাতে মা কালির আরাধনা করলেন মুখ্যমন্ত্রী। কালীঘাট গিয়ে আরতী করেন তিনি।
  9. নবমীতে দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গের দুর্যোগ কিন্তু ঠাকুর দেখার বিরাম নেই। উত্তর থেকে দক্ষিণ যেন জনস্রোতে  লেগেছে জোয়ার। দশমীতে দুর্যোগের আশঙ্কায় প্রস্তুত রাজ্য প্রশাসন। আগাম সর্তকতা পুরসভায়।
  10. বুধবার নবমীর বিকেল থেকে শোভাবাজার, আহিরীটোলা, নিমতলা, বাবুঘাট, বাগবাজার ও বাজে কদমতলা ঘাট শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন মহানাগরিক  ফিরহাদ হাকিম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*