অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে বয়কটের ডাক, আদালতের দ্বারস্থ তিনি

Spread the love

রোজদিন ডেস্ক : কোনও দলীয় ব্যানারে না থেকেও রাজ্যের শাসক দলের নানা কাজের বিরুদ্ধে এককাট্টা তিনি। সইতে হয় বহু কটাক্ষও। এবার বাড়ির সামনেই তাঁকে সামাজিকভাবে বয়কটের ডাকে পোস্টার দেওয়ায় ফুঁসে উঠেছেন বিশিষ্ট অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এর প্ররিবাদে স্থানীয় থানা, সাইবার অপরাধ কেন্দ্র, মহিলা কমিশ- কে দরবার করেও সুরাহা না মেলায় উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। আগামী সপ্তাহে-এর শুনানি হতে পারে বলে জানা যায়।

টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীর মত সরকারি দলে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনভাবেই জড়াননি তিনি।পরন্তু  আর জি কর-সহ বিভিন্ন ইস্যুতে তিনি প্রতিবাদী মুখ। এর জেরে রাজ্যে কাজ পান না তিনি, আন্তর্জাতিক মহলে প্রশংসিত তাঁর ছবি এখানে হল পায় না ইত্যাদি নানা অনুযোগ করেন তিনি। গত ৯ আগস্ট অভয়ার মৃত্যু দিনের এক অনুষ্ঠানের পর তা সব সীমা ছাড়িয়েছে বলে তিনি জানান। অভয়া মঞ্চের ওই অনুষ্ঠানে কালিগঞ্জে  টিএমসি-র হামলায় নিহত ছোট্ট তমান্নার মা-ও উপস্থিত ছিলেন। বেহালায় বাড়ির সামনে তাঁকে সামাজিক বয়কট করা-সহ নানা ব্যানার, পোস্টার ইত্যাদি দেওয়া হয়। তিনি প্রতিবাদ করায় অন্যগুলি সরানো হলেও একটি ব্যানার এখনও আছে বলে শ্রীলেখা মিত্র-র অভিযোগ।

এই -সব নিয়ে টলিউডের কেউই তার পাশে দাঁড়াননি। এই নিয়ে তার অনুযোগ নেই বলে জানিয়ে তিনি বলেন, ওদেরও তো এখানে কাজ করতে হবে!!  অতি সম্প্রতি সোসাল মিডিয়ায় জনৈক শাশ্বত লাহিড়ি তাঁর সমর্থনে পোস্ট করায় কিছুটা হলেও খুশি অভিনেত্রী।

বাড়ির সামনে তাঁকে সামাজিক ভাবে বয়কটের ব্যানার খোলার ব্যবস্থা নিতে আদালতে আর্জি জানাচ্ছেন তিনি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*